মহাভারত বিরাট এক পৌরাণিক উপাখ্যান। এটি শুধু কুরুপাণ্ডবদের কুরুক্ষেত্র যুদ্ধের ইতিহাস নয়,সমগ্র ভারতবর্ষের ইতিহাস। এছাড়া এতে আছে সমাজ,কূটনীতি,যুদ্ধ, গভীর দর্শন। মূলকাহিনি,শাখাকাহিনি,উপকাহিনি মহাভারতকে এর এই বিশাল কলেবর দিয়েছে। মহাভারত যেন প্রবাহমান নদীর মতো সকল পৌরাণিক গল্প, গাঁথাকে নিজের মধ্যে গ্রাস করে নিয়েছে।
এহেন বিরাট মহাভারতকে রাজশেখর বসু রূপান্তরিত করেছেন একটা সুদৃশ্য শিল্পবস্তুতে। যেন পালিশ করা, মসৃনতা। যদিও মহাভারতের মূল উপাখ্যানের একটা অংশও বাদ দেননি তিনি। মূল কাহিনী যথাযথভাবে উপস্থাপন করেছেন। এমনকি ছোটদেরবোধ্য করার জন্যে অ্যাডাল্ট প্রসঙ্গগুলোকে ছেঁটে ফেলেননি। শ্রীমদ্ভগবদগীতা-জাতীয় দার্শনিক অংশগুলোও বাদ দেননি। তাছাড়া পরিবেশনায় বাংলা ভাষার যে-নমুনা রয়েছে, শব্দচয়নের যে-সৌন্দর্য, বাক্যগঠনের যে-অনায়াসছন্দ, অথচ কোনোরকম কৃত্রিমতারহিত, দৃঢ়, সাবলীল, যাতে কিনা মহাকাব্যিক ব্যাপ্তি একটুও ক্ষুন্ন হয়নি, সম্পুর্ন লেখাটা খুবই সহজবোধ্য।
- Publisher : M.C.Sarkar & Sons Private Limited (1 January 1949)
- Language : Bengali
- Hardcover : 693 pages
- ISBN-10 : 8171571549
- ISBN-13 : 978-8171571543
- Item Weight : 450 g
- Type of Book : ধর্মগ্রন্থ
0 Reviews:
Post Your Review