Comparative Materia Medica O Theraputics (কম্পারেটিভ মেটিরিয়া মেডিকা ও থেরাপিউটিক্স) by Dr. Atul Krishna Dutta । Bengali Book - Get Bangla Books online- (বইয়ের দোকান) Explore Bengali Literature from Anywhere
আপনি কি পড়ার জন্য চেনা বা অচেনা বাংলা বই খুঁজছেন? বা বুঝে উঠতে পারছেন না যে কোন গল্প, উপন্যাস বা বই পড়বেন এবং সেটা কোথা থেকে কিনবেন। তাহলে এই ওয়েব সাইটি আপনাকে যথাযথ সাহায্য করবে সবচেয়ে ভালো বইগুলি পেতে। যাতে পড়ার পরে পস্তাতে না হয়। আসুন বাছাই করা বেষ্টসেলার বইগুলির থেকে বেছে নিন আপনার উপযোগী বইগুলো। দুনিয়ার বই প্রেমীদের জন্য রইলো অভিনন্দন।

A. B. Publications অতুলকৃষ্ণ দাস চিকিৎসা সংক্রান্ত বই
Comparative Materia Medica O Theraputics (কম্পারেটিভ মেটিরিয়া মেডিকা ও থেরাপিউটিক্স) by Dr. Atul Krishna Dutta । Bengali Book

Comparative Materia Medica O Theraputics (কম্পারেটিভ মেটিরিয়া মেডিকা ও থেরাপিউটিক্স) by Dr. Atul Krishna Dutta । Bengali Book

A. B. Publications অতুলকৃষ্ণ দাস চিকিৎসা সংক্রান্ত বই
বইটির সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ:

শ্রীঅতুলকৃষ্ণ দাস দত্তের লেখা হোমিওপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত বইয়ের প্রথম ও দ্বিতীয় খন্ড

বইটির ছাড়মূল্য ও বিস্তারিত জানুন From Amazon

Book Description

Comparative Materia Medica O Theraputics (কম্পারেটিভ মেটিরিয়া মেডিকা ও থেরাপিউটিক্স) by Dr. Atul Krishna Dutta - Bengali Book

Comparative Materia Medica O Theraputics (কম্পারেটিভ মেটিরিয়া মেডিকা ও থেরাপিউটিক্স)
মানুষ মনে করে আমি নিজে সকল কার্য সম্পাদন করি, কিন্তু একটু বিচার করিয়া দেখিল বুঝা যায় যে “জগৎ-পতির নায়িষ্ণ-শক্তি প্রত্যেক কার্যের অন্তরালে থাকিয়া অদৃশ্য ভাবে ক্ষুদ্র হস্ত দ্বারা সকল কাৰ্য্য সম্পাদন করেন। এই পুস্তক প্রণয়নে আমি বিশিষ্টরূপে ইহা উপলব্ধি করিয়াছি। নিজের চিকিৎসা কাৰ্য্যের সুবিধার জন্য হোমিওপ্যাথিক সাহিত্য মন্থন করিয়া আমার নিজের ব্যবহারের জন্য থেরাপিউটিক্স ভাবে ইংরাজীতে একখানি Note Record স্বহস্তে লিখিয়া সংগ্রহ করিয়া রাখি। পরে এই বিংশতি বৎসর কাল যেমন হোমিওপ্যাথিক মতে চিকিৎসা করিয়া অভিজ্ঞতা লাভ করিতে লাগিলাম, সেই মত তাহার ফলও ইহাত সন্নিবেশিত করিতে লাগিলাম। আমার নিজ চিকিৎসায় এই নোট-সংগ্রহ কল্পতরু-রূপে সুফল প্রদান করিয়া আসিতেছে । আট বসর পূর্বে আমি ভাবি নাই যে এরূপ বৃহৎ কলেবরের মেটিরিয়া-মেডিকা ও থেরাপিউটিক্স প্রণনয় করিব এবং পূর্বোক্ত নোট-সংগ্রহই তাহার ভিত্তিস্বরূপ হইবে;
আবার আমি চিকিৎসা-ব্রতে যখন নতুন ব্রতী তখন কলিকাতার এক ধনাঢ্য পরিবারে একটি অসাধ্য রোগ, যাহা অত্রস্থ তদানীন্তন বিখ্যাত চিকিৎসকগণ দ্বারা চিকিৎসিত হইয়াও মৃত্যু-মুখে অগ্রসর হইতেছিল, তাহা আমার চিকিৎসায় নিাকৃত হইয়াছিল, এবং সেই সুযোগে ভারতের সর্বপ্রথম ও সর্বপ্রধান হোমিওপ্যাথিক চিকিৎসক রাজেন্দ্র দত্ত মহালয়ের সহিত আমি পরিচিত হই। এইরূপে রাজেন্দ্র বাবুর সহিত ক্রমশ: ঘনিষ্ঠতা স্থাপিত হইলে বহুতৱ কঠিন ও জটিল রোগীর চিকিৎসা তাঁহার সহিত করিতে লাগিলাম। রাজেন্দ্রবাবু নিজগুণে আমায় অতিশয় স্নেহ করিতেন এবং সর্বদা বলিতেন, "The mantle of Rajendra Dutt will fall upon you" । যাঁহার পাদুকা বহনেও আয যোগ্য নহি, তাঁহার মুকুট আমি মস্তকে পরিব, এই উচ্চাভিলাষ আমি নিজে কখনই করি না। রাজেন্দ্রবাবু আজীবন চিকিৎসা প্রভেদ বিশদরূপে বর্ণনা করিয়া এবং তাহার সহিত পৃথিবীর হোমিওপ্যাথিক মহারথীগণের উপদেশ সংযোজিত করিয়া এই পুস্তক সঙ্কলন করিলাম।
পূর্বেই বলিয়াছি, এই পুস্তকের উপকরণ আজ ১৭ বৎসর হইতে সংগৃহীত হইতেছিল; তাহার পর এই শেষ ছয় বৎসর দিবা রাত্রি পরিশ্রম করিয়া তরে ইহা প্রকাশ করিতে সমর্থ হইলাম। ভূয়োদর্শন-ফল দ্বারা ইহাকে সাধ্যমত practical করিতে চেষ্টা করিয়াছি। এক্ষণে যে উদ্দেশ্যে প্রকাশিত হইল তা সম্পাদিত হইলে জীবন সার্থক জ্ঞান করিব।
স্বদেশীয়, বিদেশীয় চিকিৎসকগণ এই বিরাট কাৰ্য্যে সমভাবে আমার পক্ষ প্রদর্শক। সেই জন্য আমি তাহাদের সকলকে বিনীতভাবে নমস্কার করি।
পরিশেষে ধন্যবাদের সহিত স্বীকার করিতেছি যে, আমার পমাত্মীয় মান্ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই পুস্তকের বহু প্রুফ, সংশোধন করিয়া আমায় কৃতজ্ঞতা-পাশে বন্ধ করিয়াছেন। এতদ্ব্যতীত ইহার ইণ্ডেক্স অংশটি এক রকম তিনিই প্রম্বত করিয়া দিয়াছেন। বলিতে কি, এই ইণ্ডেক্সটি এত সুচারুরূপে গ্রথিত হইয়াছে যে এইটিই প্র্যাকটিস অব-মেডিসিন রূপে ব্যবহৃত হইবার যোগ্য। সুরেন্দ্রনাথের নিকট এই উপায় না পাইলে হয়তো পুস্তকপ্রকাশে আরও বিলম্ব হইত। -শ্রীঅতুলকৃষ্ণ দাস দত্ত

সর্বশ্রেষ্ঠ হোমিওপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত বই-এর প্রথম ও দ্বিতীয় খন্ড

Buy this Bangla book online- Comparative Materia Medica O Theraputics (কম্পারেটিভ মেটিরিয়া মেডিকা ও থেরাপিউটিক্স)
Book details:-
                        • Publisher : A. B. Publications (1 January 2018)
                        • Language: : Bengali
                        • ASIN : B07GSPDD4V

                                              0 Reviews:

                                              Post Your Review